(ব্যাখ্যা) অপ্রমিত বানান এবং যে উপযুক্ত শব্দ যথাস্থানে ব্যবহার না করলে বাক্য ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বাকি তিনটি বাক্য ভুল কারণ (খ) সৌন্দর্য না হয়ে হবে সুন্দর। (গ) ভূল তদ্ভব শব্দ তাই ভুল হবে। (ঘ) শনি- একটি গ্রহ, সর্বনাশকারী আর অশনি- বাজ বা বজ্র- সেহেতু ‘শনিতে অশনি’ অর্থহীন। আবার ‘দেখতে পাইলাম’ না হয়ে হবে ‘দেখিতে পাইলাম’/দেখতে পেলাম।